গজারিয়ায় সঙ্গীতশিল্পী শুভ্র দেব তার জন্মদিনে শিশুদের উপহার দিলেন গাছের চারা

গজারিয়া(মুন্সীগঞ্জ) প্রতিনিধি :

আজ ছিলো বরেণ্য কণ্ঠশিল্পী শুভ্র দেব এর ৫৩তম জন্মদিন। অনুষ্ঠানের শুরুতেই বরেণ্য এই কন্ঠশিল্পীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন। তিনি তার জন্মদিন উপলক্ষে আজ সোমবার দুপুরে গজারিয়া উপজেলার পুরান বাউশিয়ার আম্বিয়া খাতুন আইডিয়াল একাডেমির শিক্ষার্থীদের গাছের চারা উপহার দেন এবং সুধীজনদের সাথে মতবিনিময় করেন । পরে সঙ্গীতশিল্পী শুভ্র দেবকে নিয়ে তার জন্মদিনের কেক কাটা হয়।jabirসোনারং তরুছায়ার এই আয়োজনটিতে সভাপতিত্ব করেন গজারিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও আম্বিয়া খাতুন আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক এবং গজারিয়া কলিমউল্লাহ বিশ্ববিদ্যালয়ের কলেজের সাবেক প্রভাষক মোহাম্মদ জসিম উদ্দিন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা একাডেমিক সুপার ভাইজার মায়েদা আজাদ। স্কুলের শিক্ষার্থী,শিক্ষক, অভিভাবক ছাড়াও অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন গজারিয়া কলিমউল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজের অতিথি শিক্ষক বাবলী আক্তার, স্থানীয় রুহান লাইব্রেরির স্বত্তাধিকারী হুমায়ুন কবির, সংস্কৃতিসেবী খাদিজা লতা ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোনারং তরুছায়ার নির্বাহী পরিচালক কাজী হাসান।ambia & all
বৃক্ষবিষয়ক গবেষণা কেন্দ্র ‘সোনারং তরুছায়া’র আহ্বানে আজ সোমবার নিজের জন্মদিনে শিশুদের গাছের চারা উপহার দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভ্র দেব। ‘বৃক্ষে বরণ, বৃক্ষে স্মরণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোনারং তরুছায়া প্রিয়জনের জন্মদিনে গাছের চারা উপহার দিয়ে তাঁকে বরণ করে থাকে, তেমনি প্রিয়জনের মৃত্যুদিনে বৃক্ষপ্রেমীদের গাছের চারা উপহার দিয়ে তাঁকে স্মরণ করে গভীর শ্রদ্ধায়। তারা চায় বৃক্ষপ্রেমী মাত্রই তা করুক। পরিবেশ রক্ষায় নানাভাবে ভূমিকা রাখুক।
কণ্ঠশিল্পী শুভ্র দেব সোনারং তরুছায়ার আমন্ত্রণে গত বছরও গজারিয়ায় গাছের চারা বিতরণী অনুষ্ঠানে অতিথি হয়েছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *